কলকাতা টুডে ব্যুরো: ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে প্রতি বছরই সেনা জওয়ানদের সঙ্গেই দীপাবলি পালন করেন মোদী। এবারেও তার ব্যতিক্রম হল না। সোমবার সকালেই কার্গিল পৌঁছে যান প্রধানমন্ত্রী। তাঁর পরনে ছিল সেনার জ্যাকেট। জওয়ানদের উদ্দেশ্যে তাঁর বার্তা, ‘ভারতমাতার রক্ষাকবচ আপনারাই। আপনাদের ছাড়া দীপাবলি এত সুন্দরই হবে না।’
গত বছর জম্মু-কাশ্মীরের নৌসেরায় সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করেন প্রধানমন্ত্রী। তার আগের বছর ছিলেন রাজস্থানের জয়সলমীরে। ২০১৪ সালে প্রথমবার ক্ষমতায় এসে সিয়াচেনে জওয়ানদের সঙ্গে দীপাবলির সময় কাটিয়েছিলেন মোদী।
রবিবার দীপাবলি পালন করতে উত্তরপ্রদেশের অযোধ্যায় যান প্রধানমন্ত্রী। সেখানে দীপোত্সবের উদ্বোধন করেন। সরযূর তীরে প্রায় ১৫ লাখ প্রদীপ জ্বালানো হয়। রবিবার অযোধ্যায় গিয়ে প্রতীকী রামলালার পুজো করেন। এর পাশাপাশি নির্মীয়মাণ রাম মন্দির পরিদর্শনও করেন তিনি। আজ সকালেই কার্গিলে পৌঁছে যান প্রধানমন্ত্রী। তাঁর আগেই অবশ্য পৌঁছিলেন সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে।
দীপাবলির শুভেচ্ছা ভাগ করে নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন, ”আপনাদের শক্তিই দেশের নিরাপত্তা নিশ্চিত করছে। সীমান্তে সজাগ সেনার অতন্দ্র প্রহরা আছে বলেই দেশবাসী নিশ্চিন্তে ঘুমোতে পারেন। আপনাদের ছাড় সুন্দর দীপাবলি কখনওই সম্ভব নয়।”