Home Uncategorized পুজোর আগেই শুরু হতে চলেছে জোকা তারাতলা মেট্রোর সার্ভিস

পুজোর আগেই শুরু হতে চলেছে জোকা তারাতলা মেট্রোর সার্ভিস

পুজোর আগেই শুরু হতে চলেছে জোকা তারাতলা মেট্রোর সার্ভিস। রেল সূত্রে খবর বৃহস্পতিবার থেকে শুরু হল ট্রায়াল রান। ট্রায়াল রানের জন্য আনা হয়েছে একটি নন এসি রেক

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: পুজোর আগেই শুরু হতে চলেছে জোকা তারাতলা মেট্রোর সার্ভিস। রেল সূত্রে খবর বৃহস্পতিবার থেকে শুরু হল ট্রায়াল রান। ট্রায়াল রানের জন্য আনা হয়েছে একটি নন এসি রেক। জোকা থেকে তারাতলা পর্যন্ত যেতে প্রথমে জোকার পরের স্টেশন ঠাকুরপুকুর, তারপর শিলপাড়া, চৌরাস্তা, বেহালা এবং শেষে তারাতলা স্টেশন। বেহালার জ্যাম ঠেলে তারাতলা যেতে সময় লাগতো ৪০ মিনিট থেকে ১ ঘন্টা। মেট্রো চালু হওয়ার পর সেটা ১০-১৫ মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যাবে গন্তব্যে। গত দেড় মাস ধরে জোকা থেকে তারাতলার মধ্যে সাড়ে ছ’কিলোমিটার পথে মহড়া দৌড়ের প্রস্তুতি শোনা যাচ্ছিল। অবশেষে সেই দৌড় শুরু হতে চলেছে।

গত জুলাই মাসেই উত্তর-দক্ষিণ মেট্রোর নোয়াপাড়া কারশেড থেকে একটি নন এসি রেক নিয়ে আসা হয়। ট্রেলারের মাধ্যমে সড়কপথে আলাদা আলাদা করে সেই নন এসি মেট্রোর আটটি কোচ এনে তা জোকার কারশেডে জুড়ে রেক তৈরি করা হয়েছে। আপাতত ওই রেক ছুটিয়েই মহড়া দৌড় চলবে। রেক রক্ষণাবেক্ষণের জন্য কারশেডের একটি অংশের কাজ তড়িঘড়ি সম্পূর্ণ করা হয়েছে। যদিও সুবিশাল কারশেড সম্পূর্ণ হতে এখনও অনেক সময় লাগবে। আপাতত জোকা থেকে তারাতলার মধ্যে ছ’টি স্টেশন নিয়ে পরিষেবা শুরু করতেই মহড়া দেওয়া হবে। ওই ছ’টি স্টেশন হল জোকা, ঠাকুরপুকুর, শখেরবাজার, বেহালা চৌরাস্তা , বেহালা বাজার এবং তারাতলা।

Topics

Durga Puja Celebrations Metro Railway Administration Kolkata

Related Articles

Leave a Comment