কলকাতা টুডে ব্যুরো: বাপের ঘর ছেড়ে কৈলাসে পাড়ি দিল উমা। গঙ্গার ঘাটে ঘাটে বিষাদের সুর। দর্পণে বিসর্জনের পর মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা। এদিন মাকে সিঁদুর পরিয়ে মিষ্টিমুখ করিয়ে তারপর সিঁদুর খেলায় মেতে ওঠেন মহিলারা। মায়ের বিদায়বেলায় সিঁদুর খেলা, সঙ্গে ঢাকের তালে দেদার নাচ। ঘাটে ঘাটে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রতিমা নিরঞ্জনের কাজও।
এরই মধ্যে রাজ্যবাসীকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “নিশ্চয়ই দশমীতে মন খারাপ হয়। কিন্তু মা আসবেন বলে আমরা উৎসাহিত হয়। এটা মায়ের চলে যাওয়া নয়, মা আমাদের মনেই থাকেন।”