Home সংবাদসিটি টকস তিনদিনের রাজ্য সফরে কলকাতায় মহাগুরু

তিনদিনের রাজ্য সফরে কলকাতায় মহাগুরু

শুক্রবার তিনদিনের সফরে কলকাতায় এলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: শুক্রবার তিনদিনের সফরে কলকাতায় এলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। এয়ারপোর্ট থেকে সোজা চলে যান হোটেলে। শনিবার রাজ্যের বিভিন্ন জায়গায় রাজনৈতিক কর্মসূচি পালন করবেন মহাগুরু। জেলাস্তরে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক রয়েছে তাঁর বলে সূত্রের খবর। দুর্গাপুজোর মধ্যে দলীয় কর্মসূচি কী হবে, তা নিয়েও নেতৃবৃন্দের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন মিঠুন চক্রবর্তী।

এ বছর অমিত শাহ কলকাতায় আসছেন দুর্গাপুজো উদ্বোধন করতে। দলের দুর্গাপুজো হবে ইজেডসিসি অডিটোরিয়ামে। সেখানে আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। এছাড়া সন্তোষ মিত্র স্কোয়ারে যাওয়ার কথা দুর্গাপুজো উদ্বোধনে। এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে মিঠুন বলেন, ‘‌উনি দুর্গাপুজোর উদ্বোধন করতেই পারেন। তবে রাজনীতি নিয়ে কোনও কথা আমি বলব না। দুর্গাপুজোর সময় আমি কলকাতায় থাকব না। বরং বলব দুর্গাপুজোর অনেক শুভেচ্ছা। সবার দুর্গাপুজো ভাল কাটুক।’‌

মিঠুন চক্রবর্তীর রাজ্য সফর নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‌মিঠুন চক্রবর্তী আমাদের কথা দিয়েছিলেন তিনি রাজ্য বিজেপি কর্মকর্তাদের সময় দেবেন। তাই উনি তিনদিনের সফরে কলকাতায় এসেছেন। দুর্গাপুজোর প্রাক্কালে যে সম্মেলনী হবে সেখানে যোগ দেবেন মিঠুন। ২৪ সেপ্টেম্বর কলকাতা, উত্তর শহরতলি এবং দক্ষিণ কলকাতার কর্মীদের নিয়ে এই সম্মেলন বসবে। সেখানে উপস্থিত থাকবেন তিনি। আগামী ২৫ সেপ্টেম্বর এই সম্মেলন হবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদার কর্মীদের নিয়ে। সেখানেও থাকবেন মিঠুন। পরবর্তী কর্মসূচি এখনও নির্ধারিত হয়নি।’‌

Topics

Durga Puja Celebrations Festivals Mithun Chakraborty BJP TMC Administration Kolkata

 

Related Articles

Leave a Comment