Home বিনোদনবলিউড পুজোর মেজাজে নুসরত জাহান

পুজোর মেজাজে নুসরত জাহান

পুজোর মেজাজে নুসরত জাহান। কোনও মণ্ডপে ঢাক বাজালেন তো আবার কোনও মণ্ডপে গিয়ে ঠাকুর দেখে বাইরে বেরিয়ে ফুচকাও খেলেন সাংসদ-নাায়িকা। আর নুসরতকে এরকম খোশ মেজাজে দেখে ততোধিক উচ্ছ্বসিত তার সংসদীয় এলাকার মানুষেরাও

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: পুজোর মেজাজে নুসরত জাহান। কোনও মণ্ডপে ঢাক বাজালেন তো আবার কোনও মণ্ডপে গিয়ে ঠাকুর দেখে বাইরে বেরিয়ে ফুচকাও খেলেন সাংসদ-নাায়িকা। আর নুসরতকে এরকম খোশ মেজাজে দেখে ততোধিক উচ্ছ্বসিত তার সংসদীয় এলাকার মানুষেরাও।

সকলের সঙ্গে মিশে গিয়ে বসিরহাটের একাধিক ওয়ার্ডের মণ্ডপে মণ্ডপে ঠাকুরদর্শন করলেন নুসরাত। সেই তালিকায় রয়েছে মিলন সংঘ, সবুজ সংঘ, প্রান্তিক, বিধান সংঘ থেকে শক্তি সংঘের পুজোও। একেবারে উত্‍সবের মেজাজে দেখা গেল শাসক দলের তারকা সাংসদকে। কোনও ক্লাবের পুজোয় ঢাক বাজালেন। আবার কোনও পুজো কমিটির সদস্যদের সঙ্গে জমিয়ে আড্ডা দিলেন। আর পুজো যখন তখন ডায়েটে চিট করলে ক্ষতি কী! তাই ফুচকা খাওয়ার আসরেও দেখা গেল নুসরত জাহানকে।

পরনে ধূসর রঙের সালোয়ার কামিজ। সঙ্গে মানানসই গয়না, সিঁথিতে সিঁদুর। খোঁপায় জুই ফুলের মালায় একেবারে ট্র্যাডিশনাল লুকেই ধরা দিলেন নুসরত। ষষ্ঠীর দিনেই নিজস্ব সাংসদীয় এলাকার মানুষদের সঙ্গে পুজোয় আনন্দ ভাগ করে নিলেন।

Related Articles

Leave a Comment