Home সংবাদসিটি টকস বেজেছে আগমনী সুর, গঙ্গার ঘাটে চলছে পিতৃপুরুষদের উদ্দেশে তর্পণ

বেজেছে আগমনী সুর, গঙ্গার ঘাটে চলছে পিতৃপুরুষদের উদ্দেশে তর্পণ

রবিবার মহালয়া। পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের শুরু। সমগ্র রাজ্যের গঙ্গার ঘাটগুলিতে চলছে পিতৃপুরুষদের উদ্দেশে তর্পণ। আগমনীর সুরে প্রাণের উৎসবের ঢাকের কাঠি

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: রবিবার মহালয়া। পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের শুরু। সমগ্র রাজ্যের গঙ্গার ঘাটগুলিতে চলছে পিতৃপুরুষদের উদ্দেশে তর্পণ। আগমনীর সুরে প্রাণের উৎসবের ঢাকের কাঠি। কলকাতা, হাওড়া সহ জেলাগুলি যেমন মালদা, শিলিগুড়ি, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর প্রতিটি জেলায় গঙ্গার ঘাটগুলিতে চলছে তর্পণ।

মহালয়ার দিন পিতৃপুরুষদের অন্ন এবং জল দান করতে গঙ্গারঘাট গুলিতে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। সকাল থেকেই বাবুঘাটে প্রচুর মানুষের ভিড় রয়েছে। থিকথিক করছে ভিড়। করোনার জেরে গত দু’বছর এই ছবি ছিল না। করোনার বিধি-নিষেধ মেনে সেইভাবে নামতে দেওয়া হচ্ছিল না। বর্তমানে করোনা শিথিল। ফলত বাবুঘাটের সেই চেনা ছবি দেখা গেল। ভোরবেলা থেকেই প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন।

বাগবাজার ঘাটেও রাতভর মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। রীতিমত কাতারে-কাতারে মানুষ আসায় পুলিশকর্মীদের এক কথায় নাজেহাল হতে হচ্ছে। তর্পণের উদ্দেশে যাঁরা আসছেন তাঁরা বলেছেন যে বিগত বছরগুলিতে এই পরিমাণ জমায়েত ছিল না।

Topics

Durga Puja Mahalaya Celebrations Festivals Administration Kolkata

Related Articles

Leave a Comment