কলকাতা টুডে ব্যুরো: শুভ শক্তির হাতে অশুভ শক্তির পরাজয়৷ প্রতি বছরই বাড়িতে কালীপুজো করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ এই দিনে তাঁকে দেখা যায় একেবারেই অন্য মেজাজে। এইবারো সেই দৃশ্যের কোন অন্যথা হলো না। তিনি নিজে হাতে ভোগ রেঁধেছেন, পুজোর প্রস্তুতি সেরেছেন। ফেসবুকে শেয়ার করা ভিডিওতে দেখা গিয়েছে, বাড়ির অন্য মহিলা সদস্যদের সঙ্গে পুষ্পাঞ্জলি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তদারকি করছেন বাড়িতে আসা সমস্ত অতিথির।
পুজোর সমস্ত কাজই নিজের হাতে করে থাকেন মমতা। কালীপুজোর মালাও বানাতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ছবি দিয়ে মমতা ট্যুইটারে লিখেছিলেন ‘সকলকে কালীপুজো এবং দীপাবলির শুভেচ্ছা। মা কালী আমাদের সকলকে লড়াই করার শক্তি দিন। আলোর উৎসব আমাদের জীবন থেকে সব অন্ধকার দূর করে আনন্দ আর খুশিতে ভরিয়ে দিক।’
সাধারণত প্রতিবছরই কালীপুজোতে উপোস করে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই পুজোয় উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। অস্ত্রোপচার সেরে সোমবারই দেশে ফিরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সেদিনই রাতে পুজোয় পুষ্পাঞ্জলি দিতে দেখা গেল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে৷ চোখের সমস্যা নিয়ে দীর্ঘদিন ভুগছিলেন তিনি৷ অস্ত্রোপচার করতে গিয়েছিলেন আমেরিকা।