Home সংবাদ পরিবহণ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার 5 কোটি টাকা, চলছে জিজ্ঞাসাবাদ

পরিবহণ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার 5 কোটি টাকা, চলছে জিজ্ঞাসাবাদ

ফের সাতসকালে ED-র হানা। শহরে দফায় দফায় একাধিক জায়গায় হানা আধিকারিকদের। ইডি-র হানায় গার্ডেনরিচ থেকে উদ্ধার ৫ কোটি টাকা

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: ফের সাতসকালে ED-র হানা। শহরে দফায় দফায় একাধিক জায়গায় হানা আধিকারিকদের। ইডি-র হানায় গার্ডেনরিচ থেকে উদ্ধার ৫ কোটি টাকা । পরিবহণ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার বান্ডিল বান্ডিল টাকা । গার্ডেনরিচের শাহি আস্তাবল গলিতে ব্যবসায়ী নিসার খানের বাড়িতে খাটের তলায় প্লাস্টিকের ব্যাগে রাখা ছিল ওই টাকা, দাবি ED সূত্রে।

শনিবার সকাল সাড়ে আটটা নাগাদ পরিবহণ ব্যবসায়ী নিসার খানের বাড়িতে হানা দেয় ইডি। এরপর শুরু হয় তল্লাশি অভিযান। সূত্রের খবর, নিসার খানের পরিবহণ ব্যবসার পাশাপাশি আমদানি-রফতানিরও ব্যবসা রয়েছে। সকালে যখন গোয়েন্দারা তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালান সেই সময় মেলে পাঁচশ টাকার বান্ডিল-বন্ডিল নোট। খাটের তলা থেকেও উদ্ধার হয় নগদ টাকা। গোটা বাড়িটি ঘিরে রেখেছে CRPF জওয়ানরা। পাশাপাশি অতিরিক্ত আরও জওয়ান মোতায়েন রয়েছে গোটা এলাকায়। উদ্ধার হওয়া টাকা কোথা থেকে এসেছে, কীভাবে এসেছে সেই সংক্রান্ত কোনও তথ্য দেখাতে পারেননি তিনি। সেই কারণে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা নিসার খানের পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করছেন বলে সূত্র মারফত খবর মিলেছে।

Topics

ED CBI CGO Complex Administration Kolkata

Related Articles

Leave a Comment