কলকাতা টুডে ব্যুরো: ফের একবার অনুব্রত মণ্ডলের পাশে থাকার বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের সভায় তিনি বলেছেন, “অনুব্রতকে বীরের সম্মান দিয়ে, জেল থেকে বার করে আনতে হবে”। এবার সেই প্রসঙ্গেই তৃণমূল নেত্রীকে কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শুক্রবার শুভেন্দু বলেন, “অপেক্ষা করে থাকুন। উনি যে ভাবছেন বীর, ওঁকে বীরের সঙ্গে দেখা করার জন্য দিল্লির তিহার জেলে যেতে হবে।”
শুভেন্দু জলপাইগুড়ির সভা থেকে সুর ছড়িয়ে বলেন, “দিল্লিতে মোদী বলছে নেতাজী আমার বীর, আর এদিকে মমতা বলছে কেষ্ট আমার বীর। এই হচ্ছে আসল নাটের গুরুমা, তাই জনগণ বলছে পার্থ কেষ্ট চুনো পুঁটি, সব খেয়েছে হাওয়াই চটি। তাই হাওয়াই চটিকে টেনে নামাতে হবে।” শুভেন্দু সভা থেকে মমতাকে নিশানা করে বলেন “এত দুর্নীতি, ওদের সব নেতা মাল তুলছে। 25 ভাগ রাখ আর 75 ভাগ কলকাতা পাঠায়।”
Topics
Suvendu Adhikary BJP TMC Administration Kolkata