Home রাজনৈতিক ‘মিঠুন দা বিজেপি তে নামলেও জিরো না নামলেও বিজেপি জিরো,’মন্তব্য ফিরহাদের

‘মিঠুন দা বিজেপি তে নামলেও জিরো না নামলেও বিজেপি জিরো,’মন্তব্য ফিরহাদের

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:”রাজা বাজার এর দুর্ঘটনা কার দায়িত্ব সেটা ডিটারমিনেশন করতে হবে। যদি সিইএসসি-র থেকে হয়ে থাকে যদি হুকিং হয়ে থাকে তাহলে দেখতে হবে।” এদিন মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি আরও বলেন,”সিইএসসি কোন অভিযান করেছে কিনা সেটা দেখতে হবে।আর যদি ল্যাম্পপোস্ট থেকে হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের দায়িত্ব ।পাওয়ার ডিপার্টমেন্ট গতকাল গিয়ে দেখে এসেছে। এখনো কোন রিপোর্ট দেয়নি।

 

আগে জানতে হবে কোথা থেকে হল ,কারণ রাজাবাজারের ওই জায়গায় হুকিং হয় এবং তারের অবস্থা খুব খারাপ। যেখানে সেখানে তার জুড়ে রয়েছে, সেগুলো নিয়ে ব্যবস্থা নিতে হবে।” তিনি বলেন,” ৬৪ নম্বর ওয়ার্ডে বাজার এ যেটা হয়েছে আমার জানা নেই। যদি হয়ে থাকে আমি এমআইসি বাজার কে এক্ষুনি পাঠাবো। বাজারগুলো সংস্কার করা উচিত কিন্তু সংস্কার করতে গেলে বাজারগুলোকে সরাতে হবে। সেটাই করা যাচ্ছে না।

 

বাজার সংস্কার করবার জন্য দোকানগুলোকে সরাতে হবে সরাতে পারছিনা রাজনীতি হচ্ছে। এগুলো নিয়ে রাজনীতি হচ্ছে তাই বাজারগুলো সংস্কার কড়া যাচ্ছেনা, মাথা খারাপ হয়ে যাচ্ছে তবুও দেখব মানুষের প্রাণহানি হলে আগে বেবস্থা নিতে হবে। মুখ্যমন্ত্রী নিজে আমাকে বলেছিলেন যুগুবাবুর বাজার খুব খারাপ অবস্থা। কিন্তু ওটা প্রাইভেট প্রপার্টি।

 

ওদেরকে ডাকছি মার্কেট টাকে যাতে ডেভলপ কড়া যায়। কিন্তু কোন রেসপন্স করছে না। এরকম অনেক সমস্যায় রয়েছি।” এদিন মিঠুন চক্রবর্তীর শহরে আসার প্রসঙ্গে ফিরহাদ হাকিম বললেন,”মিঠুন দা বিজেপি তে নামলেও জিরো না নামলেও বিজেপি জিরো।” তিনি পুরনো গাড়ির প্রসঙ্গে বলেন,”১৫ বছরের পুরনো গাড়িগুলো সিএনজি করলে লাইফ টাইম বাড়ানো যাবে। কিন্তু সেটা দেখতে হবে এন জি টিএ অনুমোদন দেয় কিনা, দিলেই এটা করা যাবে।”

Related Articles

Leave a Comment