Home রাজনৈতিক ‘মোহভঙ্গ হয়েছে বিজেপি কর্মীদের,’ কটাক্ষ Firhad-এর

‘মোহভঙ্গ হয়েছে বিজেপি কর্মীদের,’ কটাক্ষ Firhad-এর

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:”বিধানসভা নির্বাচনের আগে অনেক গালগল্প অনেক প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি নেতারা নির্বাচন মিথ্যেই সেই প্রতিশ্রুতি পূরণের আর কোন বালাই নেই তাই মোহভঙ্গ হয়েছে বিজেপি কর্মীদের” বিজেপিকে কটাক্ষ করে এদের রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এই মন্তব্য করলেন।

 

 

তিনি আরও বলেন,” সংবাদমাধ্যম না থাকলে বিজেপি একদিন এরাজ্যে থাকবে না।” এদিন অর্জুন সিং এর প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে সরাসরি বিজেপি নেতাদের মোহভঙ্গ এবং স্বপ্নভঙ্গের কথা উল্লেখ করেন ফিরহাদ। এমনকি এদিন তিনি সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে বললেন বিজেপির অনেক নেতা-নেত্রীর মানসিক জোর ভেঙে গেছে বলা যেতে পারে তারা অবসাদে ভুগছিলেন এমনটাই মন্তব্য করেন ফিরহাদ হাকিম।

Related Articles