Home সংবাদসিটি টকস ‘ডিসেম্বর মাসে একটা বড় ডাকাত ভিতরে ঢুকবে’, ভূপতিনগরের সভা থেকে ডেডলাইন শুভেন্দুর

‘ডিসেম্বর মাসে একটা বড় ডাকাত ভিতরে ঢুকবে’, ভূপতিনগরের সভা থেকে ডেডলাইন শুভেন্দুর

ফের 'ডিসেম্বর হুঙ্কার' বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের সভা থেকে ফের ডিসেম্বর ডেডলাইন

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:  ফের ‘ডিসেম্বর হুঙ্কার’ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের সভা থেকে ফের ডিসেম্বর ডেডলাইন। এদিন তিনি বলেন, ‘ডিসেম্বর মাসে একটা বড় ডাকাত ভিতরে ঢুকবে। এই রাজ্যের সর্বশ্রেষ্ঠ ডাকাত ডিসেম্বরে ভিতরে ঢুকবে। রাজ্যে কেন্দ্রের সব প্রকল্পের টাকার হিসেব দিতে হবে। হিসেব দিতে না পারলে চোর ধরো, জেল ভরো।’

বেশ কিছুদিন ধরেই বারবার রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের মুখে উঠে এসেছে ডিসেম্বর ডেডলাইন। কখনও সুকান্ত মজুমদার, কখনও দিলীপ ঘোষ, কখনও আবার শুভেন্দু অধিকারী। বারবার ডিসেম্বর নিয়ে হুঁশিয়ারির সুর শোনা গিয়েছে তাঁদের মুখে। তারই মধ্যে শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রী- শুভেন্দু অধিকারী কুশল বিনিময় হয়েছে। তারপর রবিবারই ফের শুভেন্দুর মুখে ডিসেম্বর হুঙ্কার।

ভূপতিনগরের সভা থেকে পুলিশকে নিশানা শুভেন্দুর। এদিন শুভেন্দু বলেন, ‘তোলামূল পার্টির সঙ্গে সন্ত্রাসের ভূমিকা নিয়েছে পুলিশও। বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা পুলিশের।’ বিরোধী দলনেতার হুঁশিয়ারি, ‘পুলিশ শুনে রাখো, বিজেপির অধীনেও কাজ করতে হবে তোমাকে। থানায় মানুষ আসেন আইনের আশ্রয় নিতে, সেই থানা এখন তৃণমূলের অফিস। তোলামূল পার্টির চোরেদের বলছি, দখলের রাজনীতি বন্ধ করুন।’

রবিবার শুভেন্দু বলেন, ‘শিষ্টাচার শিখেছি নরেন্দ্র মোদিকে দেখে। মুখ্যমন্ত্রীকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করেই ছাড়ব। চোরেদের তাড়াতেই হবে।’ তাঁর আরও হুঁশিয়ারি, ‘বামেদের সূর্য যখন গগনে, তখন লক্ষ্মণ শেঠকে হারিয়েছি। তৃণমূলের সূর্য যখন মধ্য গগনে, তখন মুখ্যমন্ত্রীকে হারিয়েছি।’

Related Articles

Leave a Comment