কলকাতা টুডে ব্যুরো: দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলে দিয়েছেন, পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে। মিডিয়ার প্রচারে আসতে এর বাইরে কে কি বলল তাতে কিছু আসে যায় না । মদন মিত্র কে ? তিনি তো পঞ্চায়েত এলাকাতেই থাকেন না।
পাগলে কিনা বলে ছাগলে কি না খায়.. এভাবেই অস্ত্রাকাণ্ডে মদন মিত্রের বেফাঁস মন্তব্য প্রসঙ্গে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। একইসঙ্গে ফিরহাদ দাবি করেন বীরভূমে পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণভাবেই হবে।
কলকাতার হকার ইস্যুতে রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ বলেন, লালবাজারের বর্তব্য নিয়ে পুলিশ কমিশনারের সঙ্গে কথা হয়েছে। আমরা যৌথ ভাবে কাজ করবো । চিঠি দিয়ে দৃষ্টি আকর্ষণ মানে কাউকে সমালোচনা করা উদ্দেশ্য নয়। কলকাতার পুলিশ কমিশনার উনি অত্যন্ত একইসঙ্গে আমাদের ফোর্সও। নিচুতলার কর্মীরা হয়তো দুর্নীতি যুক্ত আছে। কিছু বিষয়ে ওনার দৃষ্টি আকর্ষণ করা দরকার ছিল।
শহরে টাকা নিয়ে হকারদের বসতে দেওয়ার অভিযোগ নিয়ে সার্ভে শেষ হলে পরবর্তী ব্যবস্থা নেব বলে মেয়র এদিন জানান। তার স্পষ্ট বক্তব্য, যাঁরা প্রকৃত হকার তাঁরা থাকবে। যাঁরা ভাড়া নিয়ে থাকছে তাঁরা নয়। পরবর্তী মিটিং এ হকারদের বলা হবে প্ল্যাস্টিক না ব্যবহার করতে। রঙিন টিন বা সেট ব্যবহার করলে শহরকে দেখতেও ভালো লাগে। সেই অনুরোধই জানানো হবে হবে হকারদের ।
রাঢ বঙ্গের দাবি প্রসঙ্গে ফিরহাদের দাবি,রাঢবঙ্গ ভাগে হতে দেবো না।এর আগে বাংলা ভাগ হয়েছে।আর বঙ্গ ভাগ হতে দেবো না। রক্ত দিয়ে দেব, কিন্তু বাংলা ভাগ হতে দেব না ।বীরভূম পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে ফিরহাদের মন্তব্য,
বীরভূমে শান্তিপূর্ণ ভোট হবে। আগে নির্বাচন গুলোতেও আমরা জিতেছি। আগামী দিনেও বিপুল ভোটে আমরাই জিত আসবো।
<span;>বিশ্বকাপ শুরু হচ্ছে আজ এই প্রসঙ্গে ফুটবল প্রেমী ফিরহাদ জানান, ‘আমি ব্রাজিলের সমর্থক। লাল হলুদের সমর্থক’।