Home সংবাদসিটি টকস ‘মাটি বসে যাওয়ার কারণেই সম্ভবত এই ফাটল,’ বউবাজারের ঘটনাস্থল পরিদর্শনের পর জানালেন ফিরহাদ

‘মাটি বসে যাওয়ার কারণেই সম্ভবত এই ফাটল,’ বউবাজারের ঘটনাস্থল পরিদর্শনের পর জানালেন ফিরহাদ

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:মেট্রোর কাজের জেরে বউবাজারে একাধিক বাড়িতে ফাটল ধরেছে। বুধবার সন্ধের পর থেকে অন্তত ১০টি বাড়িতে ফাটল দেখা গিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার দুর্গাপিতুরি লেনের ফাটল ধরা বাড়িগুলি পরিদর্শনে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করেন রাজ্যের মন্ত্রী।

 

 

পরিদর্শন করার পর সংবাদমাধ্যমকে ফিরহাদ হাকিম জানালেন ,”দু বছর 9 মাস আগে যখন মেট্রোরেল ওকে এমআরসিএল কাজ করতে গিয়ে প্রথম ফাটল ধরার বিষয়টি উঠে আসে এবং সেই সময়ে বেশ কিছু মানুষকে স্থানান্তর করতে হয়, সেই সময়ে বিভিন্ন ধরনের প্রিকসান নেওয়ার বিষয় নিয়ে কথা হয়েছিল কলকাতা পুরসভা সঙ্গে।

 

 

মেট্রোরেল এর পক্ষ থেকে বলা হয়েছিল টোটাল ইঞ্জিনিয়ারিং রেস্পন্সিবিলিটি অফ দ্যাট এরিয়া। ফের মেট্রো রেলের কাজ চলাকালীন এ ধরনের ফাটলের ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে চিফ সেক্রেটারি লেভেলে আলাপ আলোচনা করা হবে শীঘ্রই। সেখানে মেট্রোরেল এবং কে এম আর সি এল কর্তৃপক্ষকেও রাখা হবে।

 

 

কলকাতা পুলিশ কলকাতা পুরসভা ও এই বৈঠকে থাকবে। কাজের পদ্ধতি ইঞ্জিনিয়ারিং ফল্ট আছে কিনা ও আর কি কি প্রিকষান নেওয়া যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে এদিন জানালেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

 

 

নতুন করে যাদের বাড়ি ফাটল ধরেছে এবং যাদেরকে স্থানান্তর করা হয়েছে তাদের ক্ষতিপূরণের বিষয়টি নিয়েও আলোচনা করা হবে বলেও এ দিন জানান ফিরহাদ।

 

 

 

শুধু বাড়িতেই নয়, সংলগ্ন রাস্তাতেও ফাটল ধরেছে। বুধবার সন্ধেয় মেট্রো আধিকারিকরা ঘটনাস্থলে যাওয়ার পরই তাঁদের ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন সবাই। মেট্রো ও পুরসভা কর্তৃপক্ষ স্থানীয়দের নিরাপদে সরিয়ে আনার ব্যবস্থা করেন। প্রায় ৫০ জন মানুষকে হোটেলে স্থানান্তরিত করা হয়েছে।

Related Articles