Home রাজনৈতিক শহরে পরিবেশবান্ধব বাসের সুচনা করলেন Firhad Hakim

শহরে পরিবেশবান্ধব বাসের সুচনা করলেন Firhad Hakim

by Kolkata Today

শহরে পরিবেশবান্ধব বাসের সুচনা করলেন Firhad Hakim কলকাতা টুডে ব্যুরো:শহর কলকাতা জুড়ে পরিবেশবান্ধব বাস চালানোর জন্য উদ্যোগী হল রাজ্য সরকার৷ দূষণমুক্ত পরিবেশ গড়তে ইকো ফ্রেন্ডলি ভেইকেলের উপর জোর দেওয়া হবে বলে জানালেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম।

 

পাশাপাশি আগেই মন্ত্রী এও জানিয়েছিলেন, আগামী এক বছরে ১১৮০ পরিবেশবান্ধব বাস চালানো হবে শহরে।সেই মত বুধবার শহরে বেশ কয়েকটি পরিবেশবান্ধব বাসের সূচনা করা হল। এদিন খোঁজ চালকের সিটে বসে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এই বাস গুলির সূচনা করলেন।

 

 

সূত্রের খবর, পরিবেশবান্ধব গাড়ি চালানোর জন্য পরিবহণ দফতর থেকে দু হাজার বাসের বরাত দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু লিথিয়াম ব্যাটারির অভাবে বাস প্রস্তুত কারক সংস্থা চাহিদা মতো গাড়ি সরবরাহ করতে পারছে না। আপাতত ১১৮০ টি গাড়ির বরাত দেওয়া হয়েছে। যেগুলি আগামী এক বছরের মধ্যে শহর কলকাতায় দাপিয়ে বেড়াবে।

Related Articles

Leave a Comment