Home সংবাদবর্তমান আপডেট হটাও বিজ্ঞান, ইতিহাস! স্কুল সিলেবাসে থাকছে রামায়ণ, গীতা, বেদ

হটাও বিজ্ঞান, ইতিহাস! স্কুল সিলেবাসে থাকছে রামায়ণ, গীতা, বেদ

by Soumadeep Bagchi

গুজরাতের পর এবার উত্তরাখণ্ড। স্কুলে পড়ানো হবে রামায়ণ, ভগবৎ গীতা। পাঠ্যপুস্তকে অর্ন্তভুক্ত হতে চলেছে নতুন এই পাঠ্যক্রম। শুধু তাই নয়, স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হতে পারে বেদও। এছাড়া, রাজ্যের ইতিহাস নিয়ে আরও বিস্তারিত তথ্য থাকবে সিলেবাসে। গতকাল অর্থাৎ সোমবার এমনটাই জানিয়েছেন উত্তরাখণ্ডের শিক্ষামন্ত্রী ধন সিং রাওয়াত।

 

 

 

তিনি জানিয়েছেন, আমরাই প্রথম রাজ্য হিসেবে এই বছর জাতীয় শিক্ষানীতি লাগু করতে চলেছি। আম জনতা এবং শিক্ষাবিদদের পরামর্শ নিয়েই আমরা নতুন পাঠ্যক্রম তৈরি করেছি। তাতে গীতা, রামায়ণ ও বেদ অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি নতুন শিক্ষানীতি সম্পর্কে উত্তরাখণ্ডের শিক্ষামন্ত্রী বলেন, নতুন সিলেবাসে ৪০ শতাংশ বিষয় নির্ধারণের স্বাধীনতা রাজ্যগুলির হতে থাকছে। জানান, গীতা-রামায়ণ ছাড়াও সিলেবাসে দেশের ইতিহাস ও সংস্কৃতিকেও তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

 

 

আরও পরুনঃ ’অমিত শাহ কাশ্মীরকে সোজা করেছেন, এবার বাংলাকে ভয়মুক্ত করবেন,’ হুংকার শুভেন্দু সুকান্ত দিলীপদের

 

উল্লেখ্য, গুজরাত গত মার্চ মাসে স্কুলের পাঠ্যক্রমে গীতাকে অন্তর্ভুক্ত করেছে। ষষ্ঠ থেকে দ্বাদশ শেণীর সিলেবাসে তা যুক্ত করা হয়েছে। এরপর সেই একই পথে হাঁটার সিদ্ধান্ত নিল উত্তরাখণ্ডও। এছাড়া কর্ণাটকের স্কুলের সিলেবাসেও রামায়ন, মহাভারত যুক্ত করা হয়েছিল।

Related Articles