কলকাতা টুডে ব্যুরো: জগদীপ ধনকড়ের পর নতুন রাজ্যপাল পেল বাংলা। রাজ্যের নতুন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাষ্ট্রপতি ভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে।
পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্যপাল প্রাক্তন এক সিবিআই কর্তা হবেন বলে গেরুয়া শিবিরের কেউ কেউ জল্পনা উস্কে দিতে চেয়েছিলেন। তবে তা হল না। বাংলার নতুন রাজ্যপাল হতে চলেছেন প্রাক্তন আমলা ডঃ আনন্দ বসু।বর্তমানে তিনি মেঘালয় সরকারের উপদেষ্টা।
মেঘালয়ে তৃণমূলের নতুন পার্টি অফিস উদ্বোধনের জন্য বৃহস্পতিবার শিলংয়ে পৌঁছেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাকতালীয় এদিন সন্ধেয় অভিষেক সেখানে পৌঁছেছেন, ঠিক তখনই রাষ্ট্রপতি সচিবালয় জানিয়েছে যে আনন্দ বসুকে পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্যপাল করা হল। অর্থাত্ মেঘালয় থেকে আনন্দ বসুকে পাঠানো হচ্ছে কলকাতায়।