কলকাতা টুডে ব্যুরো:বিনা ওয়ারেন্টে নন্দীগ্রামে বিধায়ক শুভেন্দু অধিকারীর অফিসে কেন তল্লাশি পুলিসের? রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়কে গোটা ঘটনার সম্পর্কে অবহিত করলেন মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী।
১৬ এপ্রিল, সোমবার নন্দীগ্রামে মহুয়া পালের বাড়িতে যায় পুলিস। নেতৃত্বে ছিলেন খোদ SDPO। কিন্তু তখন বাড়িতে ছিলেন না মহুয়া। এরপর নন্দীগ্রামের বিধায়ক, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কার্যালয়ে ঢুকে পুলিস তল্লাশি চালায় বলে অভিযোগ।
আরও পড়ুনঃ Narendra Modi:মোদি-প্রশংসায় পঞ্চমুখ বাইডেন
এই প্রসঙ্গে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতাকে পুলিসের বিরুদ্ধে মামলা কররা অনুমতি দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থার।