কলকাতা টুডে ব্যুরো:অর্জুনের ময়নাতদন্ত হবে কমান্ড হসপিটালে। AIIMS যদি উপস্থিত থাকতে পারেন। এদিন এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালত নির্দেশ দেয় আর জি কর হসপিটালের ফরেনসিক বিভাগের বিশেষজ্ঞ উপস্থিত থাকবে। ভিডিও গ্রাফী করতে হবে।
কলকাতা পুলিশ কমিশনার নিশ্চিত করবেন যাতে দেহ আরজিকর থেকে নিরাপদে কমান্ড হসপিটালে নিয়ে যাওয়া হয়।
আদালতের নির্দেশে বলা হয় দক্ষিণ ২৪ পরগনার CJM ময়না তদন্তের সময় উপস্থিত থাকবে। যেহেতু ২৪ ঘন্টার মধ্যে ময়নাতদন্ত করতে হয়। তাই আজকের মধ্যেই ময়না তদন্ত করতে হবে।
কলকাতা পুলিশ কমিশনার কে নিশ্চিত করতে হবে যাতে ভিকটিমের পরিবাররা উপযুক্ত নিরাপত্তা পান।পরবর্তি শুনানি মঙ্গলবার। ঐদিন ময়নাতদন্তের রিপোর্ট এবং কেস ডায়েরি হাজির করতে হবে আদালতে।
Topics
High Court Arjun Chourasia BJP TMC Administration Kolkata