কলকাতা হাই কোর্টের বিচারপতি অপূর্ব সিংহ রায় সন্দেশখালির ঘটনায় মামলা পাঠান প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে
কলকাতা হাই কোর্টে সন্দেশখালি সংক্রান্ত মামলায় প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম সন্দেহ প্রকাশ করেছেন। তার ধারণা শেখ শাহজাহানকে রাজ্যের পুলিশ রক্ষা করছে। তিনি বলেন ” এমন ব্যক্তিকে রক্ষা করা হচ্ছে কি না আমরা জানি না। তবে মনে হচ্ছে, হয় রাজ্য পুলিশ তাঁকে রক্ষা করছে, না হলে তিনি পুলিশের আওতার বাইরে চলে গিয়েছেন।’’
পুলিশের খাতায় ফেরার শাহজাহান শেখের মামলা সম্পর্কে হাই কোর্টে জল্পনা তৈরি হচ্ছে। হাই কোর্টের তরফে জানানো হয়েছে ওইদিন আদালতে হাজিরা দিতে হবে রাজ্য পুলিশ, ইডি এবং সিবিআই কে ।৫ জানুয়ারি, শাহজাহানের বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল সেখান থেকেই অশান্তির সূত্রপাত। শাহজাহানকে তলবের জন্য ইডির মুখোমুখি হতে বললে তাতেও সারা দেননি তিনি।
এবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ থেকে তৃণমূলের এই নেতাকে তলবের ভাবনা।প্রধান বিচারপতি বলেন, “যাকে কেন্দ্র করে এত ঘটনা রাজ্য তাঁকে সমর্থন করতে পারে না। উনি নির্বাচিত জন প্রতিনিধি, মানুষের প্রতি তিনি কোনও কর্তব্য পালন করেছেন বলে মনে হয় না।”
প্রধান বিচারপতি অপূর্ব সিনহা রায় আজ বিচারপতির করা স্বতঃপ্রণোদিত মামলাতে পুলিশ, CBI, এবং ED সহ সকলকে নিয়ে আদালতের নোটিস জারি করেছেন। আগামী সোমবার সেই মামলার শুনানি হবে। বিচারপতি পুলিশের অক্ষমতা নিয়ে উত্তেজিত এবং শঙ্কাগ্রস্ত হয়ে বলেন, “১৯ দিনের বেশি হয়ে গেছে, কিন্তু এখনও তাকে ধরতে পারল না পুলিশ! তিনি পালিয়ে বেড়াচ্ছেন! আমি বিস্মিত।” মামলাতে জমি দখলের অভিযোগ শোনার জন্য রাজ্য আলাদা ব্যবস্থা করেছে। তাই প্রাথমিকভাবে আদালত মনে করছে, এলাকাবাসীর অভিযোগের সত্যতা আছে।