Home বিনোদনবলিউড Deepika Pregnancy: রয়েছেন গর্ভাবস্থার দ্বিতীয় ত্রৈমাসিকে, মা-বাবা হচ্ছেন দীপিকা আর রণবীর

Deepika Pregnancy: রয়েছেন গর্ভাবস্থার দ্বিতীয় ত্রৈমাসিকে, মা-বাবা হচ্ছেন দীপিকা আর রণবীর

by Web Desk
Deepika Pregnancy: রয়েছেন গর্ভাবস্থার দ্বিতীয় ত্রৈমাসিকে, মা-বাবা হচ্ছেন দীপিকা আর রণবীর

সোশাল মিডিয়ায় সুখবর দিলেন বরুণ ধাওয়ান

বলিউডে আবারও কি সুখবর আসতে চলেছে? রবিবারই সোশাল মিডিয়ায় সুখবর দিলেন বরুণ ধাওয়ান। জানিয়েছেন বাবা হতে চলেছেন তিনি। তবে এবার কী দীপিকা রণবীরের পালা? বলিউডে জোর গুঞ্জন, মা হতে চলেছেন অভিনেত্রী। রণবীর সিং ও তাঁর ঘরে আসতে চলেছে নতুন অতিথি।

সম্প্রতি বাফটা অ্যাওয়ার্ডের মঞ্চে দেখা যায় দীপিকাকে। কিন্তু সেখানে ছিলনা কোনও বেবি বাম্পের ছবি। তাহলে সত্যি টা কি? জানা যাচ্ছে, দুমাসের অন্তঃসত্ত্বা দীপিকা। যদিও দীপিকা বা রণবীর (Ranveer Singh) কেউ এ বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি। তবে সত্যি কি ,মা হতে চলেছে দীপিকা? সম্প্রতি HBO চ্যানেলের জনপ্রিয় শো ‘দ্য হোয়াইট লোটাস’-এর তৃতীয় মরশুমে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন অভিনেত্রী।

সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘গোলিও কি রাসলীলা

সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘গোলিও কি রাসলীলা – রামলীলা’র সেটে দীপিকা ও রণবীরের প্রেম শুরু হয়। ২০১৮ সালের ১৪ ও ১৫ নভেম্বর ইটালির লেক কোমোতে গিয়ে বিয়ে করেন তারকা যুগল। কোঙ্কনি ও সিন্ধ্রি, দুই মতেই বিয়ে করেন দীপিকা-রণবীর। এর পর কেরিয়ারেই মন দেন দুই তারকা।

উল্লেখ্য, এর আগেও দীপিকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর শোনা গিয়েছিল। ২০২৩ সালে আবার রণবীর-দীপিকার বিচ্ছেদের রটনাও রটেছিল। কিন্তু তা কেবল রটনার স্তরেই রয়ে গিয়েছে। এবার কি জল্পনা সত্যি হবে? তা ভবিষ্যতেই জানা যাবে। এদিকে ‘ফাইটার’-এর পর অভিনেত্রীর ঝুলিতে রয়েছে ‘কল্কি 2898 AD’, ‘সিংহম এগেইন’-এর মতো সিনেমা।

Related Articles

Leave a Comment