কলকাতা টুডে ব্যুরো: এবার CBI-এর রেডারে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। মঙ্গলবার রাত ৮ টার মধ্যে CBI দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হল তাঁকে। মঙ্গলবার এমনই নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাথমিক টেট মামলায় সময়ের আগেই OMR শিট নষ্ট করার যে অভিযোগ উঠেছে, তাতে সদুত্তর দিতে পারেনি পর্ষদ। আর সেই সময় পর্ষদ সভাপতি ছিলেন মানিক ভট্টাচার্য। ওএমআর শিট নষ্ট করার যে অভিযোগ উঠেছে, সেই মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই এ দিন মানিককে সিবিআই দফতরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তদন্তে সহযোগিতা না করলে, প্রয়োজনে মানিককে গ্রেফতার করা হতে পারে বলেও জানিয়েছে আদালত।
Topics
High Court SSC Scam CBI Manik Bhattcharya Administration Kolkata