কলকাতা টুডে ব্যুরো:বৃহস্পতিবার বোলপুর থেকে কলকাতায় এসে পৌঁছলেন অনুব্রত কন্যা সুকন্যা মন্ডল। চিনার পার্কে ফ্ল্যাটে পৌঁছলেন তিনি। বৃহস্পতিবারই তাকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ রয়েছে। কলকাতায় এসে পৌঁছানোর পর ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে তিনি কি তবে বৃহস্পতিবারই আদালতে হাজিরা দেবেন।
টেট পরীক্ষা পাস না করে স্কুলে চাকরির অভিযোগ উঠেছে সুকন্যার বিরুদ্ধে। শুধু তাই নয় কোনদিন স্কুলে চাকরিতে জানিয়ে তিনি বলেও অভিযোগ বাড়িতে রেজিস্টার নিয়ে এসে তাকে দিয়ে সই করানো হত উপস্থিতির রেজিস্টার বলে জানা যাচ্ছে।
অন্যদিকে বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলের শারীরিক পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়েছে ।সিবিআই সূত্রে খবর, জেরায় জানতে চাওয়া হবে তাঁর আয়ের উত্স। কীভাবে হল কোটি কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি? প্রায় ১৭ কোটি টাকার ফিক্সড ডিপোজিট, এই বিপুল অর্থ কোথা থেকে এসেছে, জানতে চাওয়া হবে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির কাছে।
Topics
High Court Teacher School Education Administration Kolkata