Home সংবাদবর্তমান আপডেট Mamata Banerjee: ‘কীভাবে ঘটল দুর্ঘটনা’, মুখ্যমন্ত্রীর কনভয়ে দুর্ঘটনা নিয়ে পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক ডিজি-র

Mamata Banerjee: ‘কীভাবে ঘটল দুর্ঘটনা’, মুখ্যমন্ত্রীর কনভয়ে দুর্ঘটনা নিয়ে পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক ডিজি-র

by Web Desk
Mamata Banerjee: 'কীভাবে ঘটল দুর্ঘটনা', মুখ্যমন্ত্রীর কনভয়ে দুর্ঘটনা নিয়ে পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক ডিজি-র

কলকাতা ফেরার পথে আচমকা দুর্ঘটনার কবলে পড়ে মুখ্যমন্ত্রী

কলকাতা ফেরার পথে আচমকা দুর্ঘটনার কবলে পড়ে মুখ্যমন্ত্রী। আচমকা গাড়ীতে ব্রেক কষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কপালে চোট পান বুধবার। ওই দিন সন্ধ্যায় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, বর্ধমানে প্রশাসনিক সভা সেরে ফেরার সময় তাঁর কনভয়ে ২০০ কিলোমিটার গতিবেগে একটি গাড়ি ঢুকে পড়েছিল। এই ঘটনার ওপর ভিত্তি করে পরের দিনই রাজ্যের সমস্ত জেলা ও পুলিশ জেলার সুপার এবং কলকাতা বাদে সব কমিশনারেটের কমিশনারের সঙ্গে ভিডিয়ো বৈঠক করেন রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার। ওই বৈঠকে প্রশাসনিক বিষয় নিয়েই আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, পুলিশের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকে ডিজি সকলকে ভিআইপি যাতায়াতের সময়ে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে যথাযথ এসওপি (আদর্শ পরিচালন পদ্ধতি) মেনে চলার নির্দেশ দিয়েছেন। অর্থাৎ, কোনও ভিআইপির কনভয়ে পুলিশের পরিচালনায় ঢিলেমি বরদাস্ত করা হবে না এমনটাই জানানো হয়েছে । যখন যে জেলায় ভিআইপিরা থাকবেন, সেই জেলার এসপি এবং পুলিশ কমিশনারদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে। ভার্চুয়াল বৈঠকে সে বার্তাই দিয়েছেন ডিজি।

মাথায় চোট লাগে তার, আর সেই অবস্থাতেই  বুধবার সন্ধ্যায় রাজভবনে যান মমতা

প্রসঙ্গত ,বর্ধমান থেকে মাথায় চোট লাগে তার। আর সেই অবস্থাতেই  বুধবার সন্ধ্যায় রাজভবনে যান মমতাফেরার পথে দুর্ঘটনার মুখে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। । সেখান থেকে বেরিয়ে জানান যে ভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তাতে তাঁর মৃত্যুও হতে পারত। একটি গাড়ি ২০০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে তাঁর কনভয়ে ঢুকে পড়েছিল। যে কারণে তাঁর চালক ব্রেক কষতে বাধ্য হন। এখনও মাথা টনটন করছে বলে জানিয়েছেন মমতা।

মমতার মাথায় ছোট ব্যান্ডেজ বাধা ছিল। তিনি বলেন, ‘‘একটা গাড়ি আমার গাড়ির সামনে আচমকা চলে আসে। ২০০ কিলোমিটার বেগে ওই গাড়িটা যাচ্ছিল। আমার গাড়ি গলি দিয়ে বেরোচ্ছিল। আমার চালক বুদ্ধিমানের মতো জোরে ব্রেক কষে। পুরো ড্যাশবোর্ডটা এসে আমার মাথায় লেগেছে। একটু রক্তও পড়েছে। এখন ফুলে আছে সামান্য।’’

Related Articles

Leave a Comment