কলকাতা টুডে ব্যুরো:এই রাজ্যে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা কমলেও গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২। রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত শেষ বুলেটিন অনুযায়ী, শুক্রবারের তুলনায় রাজ্যে কমেছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ২৩৫ জন। একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ জনের।
রাজ্যে করোনায় পজিটিভিটি রেট ৭ দশমিক ২৭ শতাংশ।
২৪ ঘণ্টায় ১৯৫ জন করোনা থেকে সেরে উঠেছে। রাজ্য সুস্থতার হার ৯৮.৭৮ শতাংশ। ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে ২ জন করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। রাজ্যে করোনা আক্রান্তের হার ১.০৫ শতাংশ।
আরও পড়ুনঃ একনাথ শিন্ডের সঙ্গে বিদ্রোহী শিবিরে যোগদানকারী সমস্ত মন্ত্রীদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল শিবসেনা
রাজ্যে আরও ১লাখ ৫ হাজার ৭৫৬ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট ৭কোটি ২৫ লাখ ৭৯ হাজার ৫৯৮ জনকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ দ্বিতীয় ডোজ পেয়েছেন ৬ কোটি ৩২ লাখ ৭৪হাজার ৮২৯জন ৷ রাজ্যে বুস্টার ডোজ পেয়েছেন ৩৫ লাখ ১৭হাজার ৮০২ জন ৷