Home জীবনধারাস্বাস্থ্য রাজ্যে একদিনে ৩ হাজার ২৯জন করোনায় আক্রান্ত

রাজ্যে একদিনে ৩ হাজার ২৯জন করোনায় আক্রান্ত

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরে প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে একদিনে ৩ হাজার ২৯জন করোনায় সংক্রমিত হয়েছেন। উদ্বেগ বাড়িয়ে রাজ্যে একদিনে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে রাজ্যে।

 

রাজ্যে দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা, তারপরেই কলকাতা। উত্তর ২৪ পরগনায় একদিনে করোনা আক্রান্ত ৭৩২ জন। পাশাপাশি কলকাতায় একদিনে ৫৭৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই সময়পর্বে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১,৬৬৪ জন।

 

আরও পরুনঃ আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, জানাল হাওয়া অফিস

একদিনে সংক্রমণ বাড়ল ১৯ শতাংশের বেশি।এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ৫৫৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৬ লক্ষ ৮৯ হাজার ৯৮৯। এর পাশাপাশি, দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৩৬ হাজার ৭৬।

Related Articles

Leave a Comment