Home জীবনধারাস্বাস্থ্য গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিড পজিটিভ হয়েছেন ১২,৭৮১ জন

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিড পজিটিভ হয়েছেন ১২,৭৮১ জন

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিড পজিটিভ হয়েছেন ১২,৭৮১ জন। রবিবার যা ছিল প্রায় ১২,৯০০। একদিনে করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন ১৮ জন। আর অ্যাকটিভ রোগীর সংখ্যা এই মুহূর্তে ৭৬,৭০০। যা আগের দিন ছিল ৭২ হাজারের সামান্য বেশি।

 

গত ২৪ ঘণ্টায় মহামারীর প্রকোপ কাটিয়ে সুস্থ হয়েছেন ৮৫৩৭, যা আক্রান্তের তুলনায় অনেকটাই কম। এ নিয়ে সুস্থতার হার দাঁড়াল ৯৮.৬১ শতাংশ। মৃত্যু হয়েছে মোট ৫,২৪,৮৭৩ জনের। মোট আক্রান্তের তুলনায় ১.২১ শতাংশ।

 

আরও পড়ুনঃ অগ্নিপথ ইস্যুতে উত্তাল বিধানসভা

করোনা সংক্রমণের দিক থেকে সব থেকে বেশি এগিয়ে রয়েছে মহারাষ্ট্র। রবিবার সে রাজ্যে ৪ হাজার জন করোনা আক্রান্ত হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণের কেরল, গতকাল সেখানে ২ হাজার ৭৮৬ জনের দেহে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে। অন্যদিকে রবিবার দিল্লিতে ১ হাজার ৫৩০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই নিয়ে পরপর ৫ দিন রাজধানীর করোনা সংক্রমণের গণ্ডি ১৩০০ পার করেছে।

Related Articles

Leave a Comment