Home জীবনধারাস্বাস্থ্য গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪২৪ জন

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪২৪ জন

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪২৪ জন। চলতি সপ্তাহের মঙ্গলবার হাজারের কাছাকাছি পৌঁছেও গিয়েছিল করোনায় আক্রান্তের সংখ্যা। আর বুধবার তা বেড়ে হল প্রায় দেড় হাজারের কাছে।

 

গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট আক্রান্ত হয়েছেন ১,৪২৪ জন। সবথেকে বেশি আক্রান্ত হয়েছেন কলকাতার মানুষ। সংখ্যাটা ৫৮৯ জন। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে সংক্রমিত ৩৮৮ জন। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ৮৭ জন। আক্রান্তের নিরিখে  তৃতীয় স্থানে রয়েছে এই জেলা।

আরও পড়ুনঃ বামেদের থেকে শিলিগুড়ি মহকুমা পরিষদ ছিনিয়ে নিল তৃণমূল

 

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯৬ জন৷ রাজ্যে সুস্থতার হার ৯৮.৬৬ শতাংশ৷ রাজ্যে মোট নমুনা পরীক্ষা হয়েছে ১১, ১৭৬৷ রাজ্যে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২১ হাজার ২১৮ জনের। কোভিড পরীক্ষা হয়েছে ১১ হাজার ১৭৬ জনের।

Related Articles

Leave a Comment