কলকাতা টুডে ব্যুরো:গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭,০৭০ জন। বৃহস্পতিবার ১৮ লক্ষের বেশি আক্রান্ত হয়েছিলেন করোনা সংক্রমণে। তবে অ্যাক্টিভ রোগীর সংখ্যা দেশে ১ লক্ষ পার করে গিয়েছে। ১২২ দিন পর ফের ১লক্ষ পেরিয়েছে অ্যাক্টিভ রোগীর সংখ্যা।
যে কটি করোনা আক্রান্তের সংখ্যা সামনে এসেছে, তার মধ্যে কেরল (৪০৮৩) এক নম্বরে রয়েছে। এরপরে রয়েছে মহারাষ্ট্র (৩৬৪০)। তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু (২০৬৯)। এরপরে চতুর্থ স্থানে পশ্চিমবঙ্গ (১৪২৪) এবং পঞ্চম স্থানে রয়েছে কর্ণাটক (১০৪৬) সব মিলিয়ে এই পাঁচ রাজ্যের অংশীদারিত্ব ৭২.৪২ শতাংশ। যার মধ্যে আবার ২৩.৯২ শুধু কেরলেই।
আরও পড়ুনঃ দেশজুড়ে পালিত হল রথযাত্রা উৎসব
কোভিডের কারণে গত ২৪ ঘন্টায় আরও নতুন ২৩ জনের মৃত্যু হয়ে গিয়েছে। দেশে এখনও পর্যন্ত কোভিডের কারণে পাঁচ লাখের বেশি লোকের মৃত্যু হয়ে গিয়েছে। ভারতের রিকভারি রেট এখন ৯৮.৫৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় ১৪ হাজার ৪১৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। যার পরে গোটা দেশে সুস্থ হওয়ার সংখ্যা ৪ কোটি ২৮ লাখ ৩৬ হাজার ৯০৬ হয়ে গিয়েছে।