কলকাতা টুডে ব্যুরো:গত ২৪ ঘন্টায়, দেশে কোভিড -১৯ এর মোট ১৮,২৫৭ টি নতুন কেস পাওয়া গিয়েছে। এই সময়ে ভাইরাসের কারণে ৪২ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা হয়েছে ৪,৩৬,২২,৬৫১।
চিন্তা বাড়াচ্ছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লির মতো রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চল। যেমন, গত ২৪ ঘণ্টায় তামিলনাড়ুতে করোনা আক্রান্ত হয়েছেন ২,৬৭১ জন। শুধু চেন্নাইয়ে করোনা সংক্রমিত হয়েছেন ৮৪৪ জন। দিল্লিতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৪৪ জন। মৃত্যু হয়েছে ২ জনের।
আরও পড়ুনঃ খুঁটি পুজোয় প্লাস্টিক প্যাকেট ব্যবহার নিয়ে সচেতনতার উদ্বেগ
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৫৫৩ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৫০ শতাংশ। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৯ লক্ষ ৬৮ হাজার ৫৩৩ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ২৮ হাজার ৬৯০ জন। দেশে অ্যাকটিভ কেসের ০.৩০ শতাংশে পৌঁছে গিয়েছে। পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ৪.২২ শতাংশ।