কলকাতা টুডে ব্যুরো:কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৯৩০ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৬ হাজার ১৫৯।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৫ জনের।
এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ৩০৫ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৫ লক্ষ ৬৬ হাজার ৭৩৯।মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ১৯ হাজার ৪৫৭।
আরও পড়ুনঃ বিধানসভার নিয়োগেও দুর্নীতির অভিযোগ নিয়ে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৪ হাজার ৬৫০ জন। সুস্থতার হার কমের দাঁড়িয়েছে ৯৮.৫২ শতাংশ।