কলকাতা টুডে ব্যুরো:গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৩৮ জন। যা কমবেশি আগের দিনের মতোই। বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেস ১ লক্ষ ৩৯ হাজার ৭৩ জন।একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪৭ জন।
দেশের অ্যাকটিভ কেস ০.৩২ শতাংশ। সবচেয়ে বেশি সংক্রমিত রাজ্যগুলির মধ্যে রয়েছে কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র এবং বাংলা। এই মুহূর্তে দেশে করোনার পজিটিভিটি রেট ৪.৪৪ শতাংশ।
আরও পড়ুনঃ ললিত মোদীর সঙ্গে সুস্মিতা সেনের অন্তরঙ্গ ছবি ,নেট পাড়ায় হইচই!
দেশে ইতিমধ্যেই ১৯৯ কোটি ৪৭ লক্ষ ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় টিকা পেয়েছেন ১৮ লক্ষের বেশি মানুষ।