Home জীবনধারাস্বাস্থ্য গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৯ হাজার ৯২৩ জন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৯ হাজার ৯২৩ জন

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯২৩ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১২ হাজার ৭৮১। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৭ জনের।

সুস্থ হয়েছেন ৭ হাজার ২৯৩ জন। সুস্থতার নিরিখে যা ৯৮.৬১ শতাংশ। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৭৯ হাজার ৩১৩। আগেরদিনের তুলনায় যা ২ হাজার ৬১৮ বেশি। মোট আক্রান্তের তুলনায় সক্রিয় রোগীর সংখ্যা ০.১৮ শতাংশ। দেশে এখনও পর্যন্ত করোনার জেরে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৮৯০ জনের। যা আক্রান্তের ১.২১ শতাংশ।

পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট টিকাকরণ হয়েছে ১৯৬ কোটি ৩২ লক্ষের বেশি ডোজ। গত ২৪ ঘণ্টাতেই ভ্যাকসিনের ডোজ পেয়েছেন ১৩ লক্ষ ০২৪ জন।

Related Articles

Leave a Comment