Home সংবাদবর্তমান ঘটনা ভারত আমাদের বন্ধু : শেখ হাসিনা

ভারত আমাদের বন্ধু : শেখ হাসিনা

সোমবার ভারতে পৌঁছলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

by Kolkata Today
https://youtu.be/ye0BebM0vT8

কলকাতা টুডে ব্যুরো: সোমবার ভারতে পৌঁছলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা । মঙ্গলবার শেখ হাসিনা রাষ্ট্রপতি ভবনে পৌঁছালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে স্বাগত জানান। নয়াদিল্লি ও ঢাকার মধ্যে উল্লেখযোগ্য সম্পর্কের কথা উল্লেখ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে তিনি প্রতিবার ভারতে আসতে পেরে আনন্দিত বোধ করেন, বিশেষ করে মুক্তিযুদ্ধের সময় ভারতের অবদানের কারণে।

মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অবর্থনা দেওয়া হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, “ভারত আমাদের বন্ধু। ভারতে আসা তাই সবসময়ই বিশেষ মাত্র যোগ করে। আমাদের মুক্তিযুদ্ধের সময় ভারতের অবদানের কথা আমরা সবসময় মনে রাখি। আমরা পরস্পরকে সাহায্যের মাধ্যমে একসঙ্গে কাজ করতে চাই। মানুষের উন্নয়ন এবং অর্থনীতি উন্নয়ন নিয়ে আলোচনা হবে। আমি আশাকরি আলোচনা ফলপ্রসূ হবে।” সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন হিন্দিতে কথা বলতে শোনা যায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। সেই সময় তাঁর পাশেই দাঁড়িয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিন্দিতে তিনি বলেন, “ভারতবাসীকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশকে অনেক সাহায্য করেছে।” সাংবাদিকদের হাসিনা বলেন, “ছ’বছর আমি দিল্লিতে ছিলাম। তখন অল্প অল্প হিন্দি শিখেছি। তাই চেষ্টা করলাম”।

Topics

India Bangladesh PM Modi Sheikh Hasina Administration Kolkata

Related Articles

Leave a Comment