Home ব্যবসা মোদি হাসিনার বৈঠক, স্বাক্ষর একাধিক চুক্তি

মোদি হাসিনার বৈঠক, স্বাক্ষর একাধিক চুক্তি

শেখ হাসিনার ৪ দিনের ভারত সফরের দ্বিতীয় দিনে নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি সাক্ষাৎ করেন

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: শেখ হাসিনার ৪ দিনের ভারত সফরের দ্বিতীয় দিনে নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। দুই পক্ষের নানান বিষয়ে আলোচনা হয়। হাসিনা তাঁর বক্তব্যে বলেন,’ আমি আজ মিস্টার মোদীকে ধন্যবাদ জানাব কুশিয়ারা (নদী) সমস্যা সমাধানের জন্য। ফলে আমি জানি, যতক্ষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে আছেন, ভারত বাংলাদেশ সব সমস্যা সমাধান করতে পারবে।

শেখ হাসিনার এই ভারত সফরে ৭ টি মৌ স্বাক্ষরের খবর উঠে এসেছে। এই মৌ স্বারক্ষরিত হয়েছে। তারমধ্যে রয়েছে কুশিয়ারা নদীর জলবণ্টন সংক্রান্ত মৌ, রেল সংক্রান্ত চুক্তি, যখানে বাংলাদেশের রেল কর্মীদের প্রশিক্ষণ দেবে বারত, প্রযুক্তিগত দিক থেকে রেল সংক্রান্ত বিষয়ে সহযোগিতার ও যৌথ উদ্যোগ সংক্রান্ত মৌ, বাংলাদেশের জুডিশিয়াল অফিসারদের প্রশিক্ষণ সংক্রান্ত মৌ।

এছাড়াও আরও ৩ টি মৌ স্বাক্ষরিত হয়েছে মঙ্গলবার। এই তিনটি মৌ চুক্তির মধ্যে রয়েছে, বিজ্ঞানের ক্ষেক্রে প্রযুক্তিগত সহযোগিতা, যা সিএসআইআর ও বিসিএসআইআর-র মধ্যে হয়েছে। মহাকাশ বিজ্ঞান সংক্রান্ত প্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের মধ্যে মৌ স্বাক্ষরিত হয়। প্রসার ভারতী ও বাংলাদেশ টেলিভিশনের মধ্যে যৌথ উদ্যোগ বিষয়ে মৌ স্বাক্ষরিত হয়।

এই চুক্তিগুলি ছাড়াও আরও দুটি প্রজেক্ট নিয়ে নরেন্দ্র মোদী বিস্তারিতভাবে জানান। এই দুটি প্রজেক্টে ভারত ও বাংলাদেশ যৌথভাবে এগিয়ে যেতে চলেছে।এরমধ্যে একটি হচ্ছে ‘মৈত্রী পাওয়াল প্ল্যান্ট’ অন্যটি হল রূপসা ব্রিজ ও খুলনা দর্শন রেলওয়ে।

Topics

India Bangladesh PM Modi Sheikh Hasina Administration Kolkata

Related Articles

Leave a Comment