Home খেলাধুলাক্রিকেট IND vs ENG 2nd Test: আর মাত্র এক উইকেটের অপেক্ষা ছিল তবে ৫০০ এর ঘর কিন্তু টেস্টে অন্যতম নজির রবিচন্দ্রন অশ্বিনের

IND vs ENG 2nd Test: আর মাত্র এক উইকেটের অপেক্ষা ছিল তবে ৫০০ এর ঘর কিন্তু টেস্টে অন্যতম নজির রবিচন্দ্রন অশ্বিনের

by Web Desk
IND vs ENG 2nd Test: আর মাত্র এক উইকেটের অপেক্ষা ছিল পেরোল না ৫০০ এর ঘর কিন্তু টেস্টে অন্যতম নজির রবিচন্দ্রন অশ্বিনের

ভারতের দ্বিতীয় বোলার হিসেবে ৫০০ উইকেটের ক্লাবে নাম লেখাতে এদিন ব্যর্থ হলেন ভারতীয় দলের এই স্পিনার

অপেক্ষা ছিল আর মাত্র এক উইকেটের কিন্তু তা হল না। কথা বলছি রবিচন্দ্রন অশ্বিনের । ভারতের দ্বিতীয় বোলার হিসেবে ৫০০ উইকেটের ক্লাবে নাম লেখাতে এদিন ব্যর্থ হলেন ভারতীয় দলের এই স্পিনার। তবে তাতে কি! ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে রবিচন্দ্রন অশ্বিন অন্য একটি নজির গড়ে ফেলেছেন ইতিমধ্যেই । ভারতীয়দের মধ্যে অশ্বিন টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নজির গড়ে ফেললেন। এর আগে এই নজির গড়েছিলেন, প্রাক্তন স্পিনার ভগবত চন্দ্রশেখর। এবার তাঁকে ছাপিয়ে গেলেন অশ্বিন।

২০১২ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে ২১টি টেস্টে খেলেছেন অশ্বিন। ৩৯টি ইনিংসে নিয়েছেন সর্বাধিক ৯৭টি উইকেট। ১৯৬৪ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩টি টেস্ট খেলেছিলেন ভগবত চন্দ্রশেখর। ২৩টি টেস্টে ৯৫টি উইকেট নিয়েছিলেন প্রাক্তন লেগ স্পিনার।

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে কোনও উইকেট পাননি অশ্বিন

উল্লেখ্য, দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে কোনও উইকেট পাননি অশ্বিন। তবে দ্বিতীয় ইনিংসে জ্বলে উঠেছিলেন তিনি। নিয়েছিলেন ৭২ রানে ৩ উইকেট। এর মধ্যে ছিল বেন ডাকেট, অলি পোপ ও জো রুটের মূল্যবান উইকেট।

১৫ ফেব্রুয়ারি রাজকোটে সিরিজের তৃতীয় টেস্ট খেলতে নামবে দুই দল। আর সেই ম্যাচেই আর মাত্র একটি  উইকেট আর সেটি পেলেই ভারতের দ্বিতীয় বোলার হিসেবে ৫০০ উইকেট ক্লাবের সদস্য হবেন অশ্বিন। শীর্ষে রয়েছেন অনিল কুম্বলে । ১৩২টি টেস্টে কুম্বলে ৬১৯টি উইকেট নিয়েছেন। এই মুহূর্তে ৯৭টি টেস্টে অশ্বিনের দখলে রয়েছে ৪৯৯টি উইকেট।

Related Articles

Leave a Comment