নিউইয়র্কে লিথিয়াম ব্যাটারি বিস্ফোরণের কারণে তার নিজের ফ্ল্যাটে আগুন ধরে যায়
এবার আমেরিকায় প্রাণ হারালেন এক ভারতীয় সাংবাদিক। নিউইয়র্কে লিথিয়াম ব্যাটারি বিস্ফোরণের কারণে তার নিজের ফ্ল্যাটে আগুন ধরে যায়। কিন্তু সেই আগুন থেকে বাঁচার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি মারা যায় ফাজিল । অ্যাপার্টমেন্ট জুড়ে আগুন ছড়িয়ে পড়ে, জানালা দিয়ে প্রায় ১৭ জন মতো বাসিন্দা ঝাঁপিয়ে পড়ে ।
তাদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক। সূত্রের খবর নিউ ইয়র্কের হারলেমে, একটি বহুতল ব্যাটারি ফেটে আগুন ধরে যায় তার মধ্যে অনেক বাসিন্দা জানলা দিয়ে ঝাঁপিয়ে প্রাণে বাচঁলেও আটকে পরে যায় ফাজিল। কিন্তু যখন উদ্ধারকারীরা তাকে হাসপাতালে নিয়ে যায় তখন হাসপাতালে পৌঁছানোর পর সে মারা যায় । হাসপাতালে পৌঁছালে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। অনেকে জানালা দিয়ে পালানোর চেষ্টা করেছিল, ১২ জনের অবস্থা গুরুতর হলেও 4 জন পুরোপুরি ঝলসে গিয়েছে । নিউইয়র্কের ভারতীয় কনস্যুলেট ২৭ বছর বয়সী ভারতীয় নাগরিক ফাজিল খানের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছে। তারা তার পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছেন এবং বলেছেন যে তার মৃত দেহ শেষবারের মতো ভারতে নিয়ে যাওয়ার জন্য সমস্ত রকম ব্যবস্থা করা হবে।