এই মুহূর্তে দক্ষিণবঙ্গের বাতাসের গতিবেগ যে রয়েছে পুরোটাই দক্ষিণ পশ্চিম দিকে। যার ফলে যে বৃষ্টিটা হবে পুরো টাই উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী চার থেকে পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা আছে। বিশেষ করে উপরের যে পাঁচটি জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার ও আলিপুরদুয়ারে দু এক জায়গায় ভারী কিছু জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মূলত স্ক্যাটার ও ঠান্ডার স্টর্ম অ্যাক্টিভিটি হবে। সেটাও খুব বেশি না মুর্শিদাবাদ বীরভূম নদীয়া এই সমস্ত জেলাগুলিতে আজকের বা আগামীকাল এইসময় পর্যন্ত ঠান্ডার স্টর্ম অ্যাক্টিভিটি হতে পারে। 16 তারিখের পর থেকে একটু বাড়ার সম্ভাবনা আছে পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদ বীরভূম ও নদিয়া এই সমস্ত জেলাগুলিতে।
প্রথম দুদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা একটু বাড়বে তারপর থেকে তাপমাত্রা তেমন আর পারবে না। উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই প্রথম দুই দিনে একটু তাপমাত্রা বাড়বে পরে আর কোন বাড়ার সম্ভাবনা নেই। এই মুহূর্তে মেজর সতর্কবার্তা শুধুমাত্র উত্তরবঙ্গের জন্য বিশেষ করে উপরের পাঁচটি জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে কোথাও কোথাও ভারি বা অতি ভারী বৃষ্টি সর্তকতা আছে।