কলকাতা টুডে ব্যুরো: ট্রায়াল রান সম্পন্ন হয়েছে সফলতার সঙ্গে, বৃহস্পতিবার জোকা তারাতলা মেট্রোর নিরাপত্তা খতিয়ে দেখতে জোকা মেট্রো স্টেশনে এলেন CRS মহাম্মদ লাতিফ খান। এখানে এসে তিনি কন্ট্রোল রুম থেকে শুরু করে মেট্রোর লাইন এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা পুরোটাই খতিয়ে দেখলেন তিনি। ট্রলিতে করে প্রতিটা স্টেশন খতিয়ে দেখবেন তিনি। জোকা থেকে তারাতলা পর্যন্ত ছয়টি স্টেশন রয়েছে প্রত্যেকটি স্টেশনে গিয়ে তিনি খতিয়ে দেখবেন যাত্রী নিরাপত্তা থেকে অতি নিরাপত্তা ব্যবস্থা পুরোটাই। সব দিক ঠিক থাকলে পর্যবেক্ষণের পর শীঘ্রই চালু হয়ে যেতে পারে জোকা রুটের মেট্রো পরিষেবা।
যাবতীয় কাজের পরীক্ষানিরীক্ষার পর নভেম্বরের চতুর্থ সপ্তাহ বা ডিসেম্বরের শুরু দিকেই এই রুটে মেট্রো পরিষেবা চালু করে দেওয়া সম্ভব হবে বলে মনে করছে মেট্রো রেল কর্তৃপক্ষ। চলতি বছরে দুর্গাপুজোর আগেই সাড়ে ৯ কিমি পথে ট্রায়াল রান হয়ে গিয়েছিল, এরপর এখন সেফটি কমিশনারের সন্তুষ্টির অপেক্ষায় এই রুটের মেট্রো পরিষেবা।
২০২২ সালের ১৬ সেপ্টেম্বর জোকা থেকে তারাতলা পর্যন্ত পরীক্ষামূলকভাবে নন এসি রেক নিয়ে মেট্রো চালানো হয়েছিল সর্বোচ্চ ২৫ কিমি প্রতি ঘণ্টা বেগে। ‘ওয়ান লাইন ওয়ান মেট্রো সার্ভিস’ মেনে এই রুটে মেট্রো পরিষেবা চালু হতে পারে চলতি মাসেই। জোকা, ঠাকুরপুকুর, শখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা, যাত্রাকালে এই ৬টি স্টেশনে থামবে এই রুটের ট্রেন। স্বাভাবিক গতিতে চললে জোকা থেকে তারাতলা যেতে লাগবে মোটামুটি ১৮ থেকে ১৯ মিনিট।