https://youtu.be/8u9jx8CRAoEকলকাতা টুডে ব্যুরো:কালীঘাট স্কাইওয়াক নিয়ে বৈঠক হয় কলকাতা পুরসভায়। ২০২৩ সালে কাজ শেষ হওয়ার কথা ছিল। পিছিয়ে গেল কালীঘাট স্কাইওয়াকের কাজ। ঠিকাদার সংস্থার কাজে দেরি করার জন্য নির্ধারিত সময় কাজ শেষ হচ্ছে না বলে জানালেন মেয়র ফিরহাদ হাকিম। স্কাই ওয়াক নিয়ে পুর কমিশনারকে রিপোর্টে দিতে বলেছেন মেয়র ফিরহাদ হাকিম। কালীঘাট মন্দির চত্ত্বরে জলের পাইপ লাইনকে অক্ষত রেখে কাজ করার জন্য দেরি হচ্ছে বলে জানালেন মেয়র ফিরহাদ হাকিম।
কালীঘাট মন্দিরের স্কাইওয়াকের কাজ ঢিমে তালে হওয়ার কারণে, নির্দিষ্ট সময়ে কালিঘাট মন্দিরের কাজ শেষ করা কলকাতা পুরসভার প্রধান লক্ষ্য ছিল। ২০২৩ সালে কাজ শেষ হওয়ার কথা ছিল।ঠিকাদার সংস্থার কাজে দেরি করার জন্য নির্ধারিত সময় কাজ শেষ হচ্ছে না বলে এদিন জানালেন মেয়র ফিরহাদ হাকিম।
স্কাই ওয়ার্কের কাজের অগ্রগতি নিয়ে পৌর কমিশনার কে রিপোর্টে দিতে বললেন মেয়র ফিরহাদ হাকিম। ১৫ দিনের অন্তর রিপোর্ট চাইলেন মেয়র।
কালিঘাটের স্কাইওয়াকের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে নিয়মিত নজরদারি করবে কলকাতা পুরসভা। 2021 সালে এই স্কাইওয়াকার কাজ শুরু হয়। 2023 সালের মাঝামাঝি সময়ে এই কাজ পূর্ণ হওয়ার কথা থাকলেও, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা নিয়ে তৈরি হয়েছে জটিলতা।
এদিন কলকাতা পুরসভায় কালীঘাট স্কাই ওয়াক তৈরি নিয়ে বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম। এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক ও কলকাতা পৌরসভার মেয়র পরিষদ দেবাশীষ কুমার, বৈশ্বানর চট্টোপাধ্যায় , পুর কমিশনার বিনোদন কুমার।
আরও পড়ুনঃ ’যাঁরা তৃণমূল ছেড়ে গিয়েছিলেন, তাঁদের জন্য দরজা বন্ধ,’ শ্যামনগরের সভা থেকে বললেন Abhishek Banerjee
এদিনের বৈঠকের শেষে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন যাতে 2023 এ নির্ধারিত দিনের মধ্যেই কালীঘাট স্কাইওয়াক করে কাজ সম্পন্ন করা যায় তার জন্য এদিনের বৈঠকে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভূগর্ভস্থ পাইপ লাইনের কাজের জন্য স্কাইওয়াক তৈরি করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। সাময়িক ভাবে টেন্ডার প্রাপ্ত সংস্থা কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে। সমস্যা দূর করতে এলাকার বিধায়ক দেবাশীষ কুমার নজরদারি করবেন । এবং কাজের অগ্রগতি নিয়ে প্রত্যেক 15 দিন অন্তর রিভিউ মিটিং করা হবে। সেই সঙ্গেই মেয়র জানিয়েছে পাইপলাইন কে অক্ষত রেখে কিভাবে স্কাইওয়াক তৈরি করার কাজ করা যায় তা নিয়েও বিকল্প পরিকল্পনা ভাবনাচিন্তা নেওয়া হয়েছে।