কলকাতা টুডে ব্যুরো:ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করবেন কঙ্গনা রানাওয়াত।তাঁর আগামী ছবি ‘ইমারজেন্সি’। জয়ললিতার পর এবার ইন্দিরা গান্ধী হয়ে বড় পর্দায় আসতে চলেছেন কঙ্গনা রানাউত। এই ছবিটি নিয়ে অনেকদিন ধরেই প্রস্তুতি চালাচ্ছিলেন কঙ্গনা। বিপুল খরচও করছেন।
View this post on Instagram
মুক্তি পেল তাঁর ছবি ‘ইমার্জেন্সি’-র ফার্স্ট লুক টিজার । ‘মণিকর্ণিকা’-র পর এটি কঙ্গনার পরিচালিত দ্বিতীয় ছবি।এদিন টিজার পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, “সেই মহিলাকে নিয়ে এলাম যাঁকে ‘স্যর’ বলা হত। শ্যুট শুরু।”
আরও পড়ুনঃ মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের
বৃহস্পতিবার, ছবির প্রথম লুক এল প্রকাশ্যে। ইন্দিরা গাঁধীর ভূমিকায় নজর কাড়লেন কঙ্গনা।কঙ্গনার ‘ধকড়’ ছবি বক্স অফিসে একেবারে ডাহা ফেল করেছে। তবে তাই বলে হাত গুটিয়ে বসে থাকার পাত্রী নন কঙ্গনা। এবার ‘ইমার্জেন্সি’ নিয়ে আসছেন কঙ্গনা।