কলকাতা টুডে ব্যুরো:মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করল ভোট-পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের পরিবার। হাইকোর্টের নির্দেশের পরেও মেলেনি ক্ষতিপূরণ বলে অভিযোগ।
এর আগে হাইকোর্ট নিহত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেয়। পরিবার সূত্রে খবর, ২০ জুনের মধ্যে ক্ষতিপূরণ পাওয়ার কথা থাকলেও, তা না পাওয়ায় মুখ্যসচিবকে ১৪ দিনের নোটিস দিয়ে চিঠি দেওয়া হয়।
আরও পড়ুনঃ পাহাড়ে ফের অন্য মেজাজে ধরা দিলেন মমতা, বানালেন মোমো
সেই হিসেবে ৫ জুলাই পার হয়ে যাওয়ার পরও মেলেনি ক্ষতিপূরণ।
এবার তাই মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করলেন নিহত বিজেপি কর্মীর দাদা বিশ্বজিৎ সরকার।