সোশ্যাল মিডিয়ার নতুন ট্রেন্ডকে ভালোই ফলো করছেন রূপঙ্কর বাগচী তাই গান গেয়ে না পারুক, অন্তত অন্যের নামে কুৎসা করে নেগেটিভ পপুলারিটি বাড়িয়েই পয়সা কামানোর উপায়টা তিনি জানতে পেরেছেন। তাই হয়তো বিখ্যাত শিল্পী কে কে নামে কুৎসা করেই কমিয়ে নিলেন ১৯০০০ টাকা।
প্রায় পুরো বাঙালি জাতটাই আজও রবীন্দ্রনাথ ঠাকুর ভাঙিয়ে খায়। তাঁকে নিয়ে গবেষণা, তাঁর গান, সাহিত্য, ছবি আঁকা নিয়ে রিসার্চ। রবীন্দ্রনাথকে নিয়ে কত মানুষ পিএইচডি করে ডক্টরেট পেল তার ইয়াত্তা নেই। ঠিক তেমন,ভাবেই ‘ভারতের’ কেকে-কে নিয়ে বেশ কয়েকশ ডলার কামিয়ে নিলেন ‘বাংলার’ গায়ক রূপঙ্কর।
বিশ্বাস হচ্ছে না তো….? রূপঙ্কর বাগচীর ফেসবুক পেজে যান। যে পোস্টটা কেকে-কে অপমান করতে গিয়ে নিজেই নিজের কবর খুরেছেন রূপঙ্কর, গোটা বাংলার সামনে, সেই পোস্ট-টা ভালো করে দেখুন।
পোস্টে এখন পর্যন্ত Like 49K, Comments 40K, 8.4K Share, আর সবচেয়ে বড় কথা 943K Viewrs, আর রূপঙ্কর বাগচীর ফেসবুক পেজটা মনিটাইজ করা আছে। মানে ওনার ভিডিওতে বিজ্ঞাপন চলে। বিজ্ঞাপন থেকে আয় হয়। খুলে দেখুন, কেকে-কে ছোট করতে চাওয়ার ভিডিও পোস্টে, কোলগেট সহ আরও অনেককিছুর বিজ্ঞাপন চলছে। এর মানে জানেন?
গোদা বাংলায় মানেটা হল, কেকে-কে নিয়ে এই ভিডিও থেকে রূপঙ্কর বাগচী ফেসবুক থেকে এখনও পর্যন্ত রোজগার করেছেন, কম করেও 250 ডলার, মানে 19500 টাকার মত।
আরও পড়ুনঃ কেকে’র প্রয়াণে শোকস্তব্ধ মমতা
কি বুঝলেন..? রূপঙ্কর বাগচীর একটা মাচার আয়, তাকে দিয়ে গেলেন কেকে…এখানেই রূপঙ্করের সঙ্গে তফাৎ কেকের…এখানেই গায়কের সঙ্গে তফাৎ পারফর্মারের।
এখানেই কিংবদন্তির সঙ্গে তফাৎ সাধারন গায়কের।