কলকাতা টুডে ব্যুরো:অতিমারির প্রভাব কাটিয়ে এ বছর ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আবার স্বমহিমায়। উদ্বোধনী অনুষ্ঠানে তারকাদের সমাহার হবে। ফুটবল বিশ্বকাপের আবহে উৎসবেও লাগছে খেলাধুলোর ছোঁয়া। অন্যান্য বছরের নিয়মিত বিভাগগুলির সঙ্গে এই প্রথম উৎসবে জুড়ছে ‘খেলা’। উৎসবে প্রদর্শিত হবে ‘স্পোর্টস ফিল্ম’।
আজ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামেই হবে এই উদ্বোধনী অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খানেরা। এ ছাড়া ২৮তম চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে দেখা যেতে পারে সৌরভ গাঙ্গুলি, মহেশ ভট্ট, শত্রুঘ্ন সিন্হা, রানি মুখার্জী, কুমার শানু এবং অরিজিৎ সিংহকে।