আত্মহত্যার চেষ্টা মামলায় তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে দোষী সাব্যস্ত করল আদালত। তবে দোষী সাব্যস্ত হলেও শাস্তি হচ্ছে না কুণালের।
শুক্রবার রাজ্য সরকারের বিরুদ্ধে কুণালের মামলাটির শুনানি ছিল এমপি-এমলএ আদালতে। সেখানেই বিচারপতি মনোজজ্যোতি ভট্টাচার্য কুণালকে আত্মহত্যার চেষ্টার অপরাধে দোষী সাব্যস্ত করেন। তবে একই সঙ্গে তিনি জানিয়ে দেন, দোষী সাব্যস্ত হলেও কুণালের সামাজিক সম্মানের কথা ভেবে তাঁকে শাস্তি দেওয়া হচ্ছে না।
আরও পড়ুনঃ ’কয়লা শিল্পের নামে জমি অধিগ্রহণ করে পিসি- ভাইপোর নতুন ব্যবসা শুরু হবে এখানে,’তোপ শুভেন্দুর
শুক্রবার মামলাটির শুনানিতে বিচারপতি বলেন, ‘‘কুণালের আত্মহত্যা করার সিদ্ধান্ত ঠিক ছিল না। কারণ আত্মহত্যা কখনওই কোনও সমস্যার সমাধান হতে পারে না।’’