Home সংবাদবর্তমান আপডেট শান্তিকুঞ্জে সুকান্ত মজুমদার, ‘সৌজন্য সাক্ষাতের জন্য এসেছি’ জানালেন তিনি

শান্তিকুঞ্জে সুকান্ত মজুমদার, ‘সৌজন্য সাক্ষাতের জন্য এসেছি’ জানালেন তিনি

কোজাগরী পূর্ণিমায় কাঁথির শান্তিকুঞ্জে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রবিবার শুভেন্দু অধিকারীর বাড়িতে যান বালুরঘাটের সাংসদ

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: কোজাগরী পূর্ণিমায় কাঁথির শান্তিকুঞ্জে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রবিবার শুভেন্দু অধিকারীর বাড়িতে যান বালুরঘাটের সাংসদ। সৌজন্য সাক্ষাৎ করেন তৃণমূল সাংসদ শিশির অধিকারীর সঙ্গে। যা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। যদিও শুভেন্দু অধিকারী বলেন, “এতে রাজনীতি খোঁজার কোনও কারণ নেই। আমার মা, বাবার সঙ্গে উনি সৌজন্য বিনিময় করতে এসেছেন। উনিও তাঁদের পুত্রের মতোই। অন্য কারণ খোঁজার দরকার নেই। আমার বাবার ৮৪ বছর বয়স। আমার মায়ের ৭৫ বছর বয়স।” একইসঙ্গে এদিন শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গিয়েছে, ‘সুকান্তবাবু’র ইচ্ছা ছিল তাঁদের সঙ্গে দেখা করার। তাই কোজাগরির সন্ধ্যায় আসেন শান্তিকুঞ্জে। অন্যদিকে কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূল যুব সভাপতি সুপ্রকাশ গিরি বলেন, বিজেপির লোকের বাড়িতে বিজেপির লোক এসেছে। এতে আর অবাক হওয়ার কী আছে।

এদিন সুকান্ত মজুমদার বলেন, “এটা সৌজন্য সাক্ষাৎ। আমি অনেক আগে থেকেই বলেছিলাম আসব। যাঁদের হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাম-শাসন ব্যবস্থাকে উৎখাত করতে সমর্থ হন, তাঁদের মধ্যে শিশির অধিকারী একজন। স্বাভাবিকভাবেই তাঁর মতো রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে সৌজন্যসাক্ষাৎ করা বা বিজয়ার প্রণাম করতে পারাটা আমার জন্য সৌভাগ্যের।”

Related Articles

Leave a Comment