কলকাতা টুডে ব্যুরো:সোমবার থেকে আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে বলে জানাল আলিপুর আবহাওয়া দপ্তর।২৭ থেকে ৩০ উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারীবৃষ্টির সম্ভাবনা।সোমবার ভারী বৃষ্টি হবে দুই দিনাজপুরে। উপরের পাঁচ জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। ২৮ তারিখ বৃষ্টির পরিমাণ বেশি হবে বিশেষ করে জলপাইগুড়ি ও ওয়াল আলিপুর দুয়ার এ ভাড়ি থেকে অতি অতি ভারী বৃষ্টি হবে। বাদবাকি জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে। ৩০ তারিখ থেকে উত্তরবঙ্গের বৃষ্টির সামান্য কমবে ।বেশি বৃষ্টি হবে কুচবিহার ও আলিপুরদুয়ারে। উত্তরবঙ্গের সব নদীতে জলস্তর অনেকটাই বেশি রয়েছে এই বৃষ্টির ফলে আবারও জল স্তর বৃদ্ধি পাবে ।বন্যা হওয়ার সম্ভাবনা, ভূমিধসের সম্ভাবনা রয়েছে বলে জানাল হাওয়া অফিস। চাষের এমনি তেই ক্ষতি হয়ে রয়েছে। এই বৃষ্টিতে চাষবাসের আরও ক্ষতি সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আগামী তিন দিন বিক্ষিপ্ত হালকা বৃষ্টি। ২৯ তারিখ পশ্চিমের জেলা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা । ৩০ তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা পশ্চিমবঙ্গর খুব একটা পরিবর্তন হবে না।