Home জীবনধারাস্বাস্থ্য রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৫১

রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৫১

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:রাজ্য স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৫১। গতদিনের তুলনায় এই সংখ্যা খানিকটা বেশি। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লক্ষ ২৫ হাজার ৫২৩ জন। রাজ্যে করোনা সংক্রমণে মোট মৃতের সংখ্যা ২১২১৬। বিগত দুদিন বাংলায় প্রাণ কাড়েনি ঘাতক করোনা।

 

মোট আক্রান্ত ২০ লক্ষ ২৫ হাজার ৫২৩ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪০৮০ জন। দৈনিক আক্রান্ত ৫৫১ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ২৪৮ জন। মোট করোনা মুক্ত হলেন ২০ লক্ষ ২২৭ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.৭৫ শতাংশ।

 

আরও পড়ুনঃ দক্ষিণের একাধিক জেলায় হালকা বৃষ্টি, উত্তরে দুর্যোগের পুর্বাভাস

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ৫৫ লক্ষ ২৪ হাজার ৬০০। এদিন টেস্টিং হয়েছে ৫ হাজার ৭৬৯ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ৯.৫৫ শতাংশ।

Related Articles

Leave a Comment