Home সংবাদসিটি টকস লোকাল ট্রেন থেকে উদ্ধার প্রায় ৬১ লক্ষ টাকা, আটক 

লোকাল ট্রেন থেকে উদ্ধার প্রায় ৬১ লক্ষ টাকা, আটক 

শহরে আনাচে-কানাচে থেকে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধারের ঘটনা রাজ্য বাসীর কাছে নতুন নয়। পার্থ -অর্পিতার টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে শুরু করে গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়ি খাটের তলা থেকে টাকা উদ্ধারের ঘটনা দেখেছে রাজ্যবাসী

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: শহরে আনাচে-কানাচে থেকে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধারের ঘটনা রাজ্য বাসীর কাছে নতুন নয়। পার্থ -অর্পিতার টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে শুরু করে গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়ি খাটের তলা থেকে টাকা উদ্ধারের ঘটনা দেখেছে রাজ্যবাসী। এবার খাস কলকাতার অনতিদূরে টাকার পাহাড় উদ্ধার হল এক ট্রেনযাত্রী যুবকের থেকে। ছিমছাম পোশাক। চেহারাও সাধারণ। হাতে বড় ব্যাগ। লোকাল ট্রেনে সওয়ার হয়েছিল টিটাগড়ের বাসিন্দা অভিষেক। মঙ্গলবার বিকেলে সেই সময়ই ট্রেনে চেকিং করছিল নৈহাটি GRP । যুবকের আচরণই তাকে ধরিয়ে দেয়। উদ্ধার হয় কাঁড়ি কাঁড়ি টাকা। টাকার পরিমাণ দেখে চক্ষু চরকগাছ রেল পুলিশের।

ওই ব্যাগ থেকে উদ্ধার হওয়া টাকার পরিমান এতটাই যে সেই টাকা গোনার জন্য আনা হয় টাকা গোনার মেশিন। গণনার পর দেখা গেল অঙ্কটা আকাশ ছোঁয়া। শেষ পাওয়া খবর অনুসারে টিটাগড়ের বাসিন্দা ওই যুবকের ব্যাগে তল্লাশি চালিয়ে প্রায় ৬১ লক্ষ টাকা উদ্ধার হয় বলে নৈহাটি GRP সূত্রে খবর।

যুবককে আটক করার পরেই, রাতেই ঘটনাস্থলে যান আয়কর দফতর ও দুর্নীতিদমন শাখার আধিকারিকরা। সকালে আনা হয় টাকা গোনার যন্ত্র। ঘটনার তদন্তে নেমেছে ইনকাম ট্যাক্স এবং দুর্নীতি দমন শাখার অফিসাররা। জানা গিয়েছে, ধৃত যুবক বারে-বারে তাঁর বয়ান বদলাচ্ছেন। ফলত ধন্দে পড়েছেন তদন্তকারীরা।তবে টাকার উৎসের খোঁজে মরিয়া তারা।

Related Articles

Leave a Comment