কলকাতা টুডে ব্যুরো:সোমবারই লোকসভা থেকে সাসপেন্ড করা হয়েছে ৪ কংগ্রেস সাংসদকে। তারপর মঙ্গলবার সেই তালিকায় বিরোধীদের ১৯ সাংসদ। আগামী ১ সপ্তাহের জন্য ওইসব সাংসদদের সাসপেন্ড করা হল রাজ্যসভা থেকে।
বিষয়টি নিয়ে ক্ষোভে ফুঁসে উঠেছেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়ান। তিনি বলেন, ‘মোদী , শাহরা গণতন্ত্রকে সাসপেন্ড করেছেন, সাংসদদের নিয়ে আর কী বলবেন?’ তৃণমূলের তরফে ক্ষোভে ফুঁসে উঠে আসে টুইটবাণ। সেখানে লেখা হয় ‘ আমাদের সাসপেন্ড করতে পারেন, কিন্তু চুপ করাতে পারবেন না। সাংসদদের সাসপেন্ড করা হচ্ছে তাঁরা মানুষের সমস্যা তুলে ধরেছেন বলে। এভাবে আর কতদিন চলবে?’
মঙ্গলবার সকাল থেকেই তপ্ত দিল্লির রাজনীতি। গুজরাতে বিষমদকাণ্ড থেকে শুরু করে একাধিক ইস্যুতে লোকসভা ও রাজ্যসভা দুই কক্ষেই সোচ্চার হয়ে ওঠেন বিরোধীরা। যার জেরে বেলা ২টো পর্যন্ত মুলতুবি করতে হয় লোকসভা ও রাজ্যসভা। এর আগে গত বছরের বাদল অধিবেশনেও তৃণমূলের মৌসম নূর ও দোলা সেন-সহ ৬ সাংসদের বিরুদ্ধে সভার কাজ বানচাল করার অভিযোগ আসে। সেবার সাসপেনশনের মেয়াদ ছিল ১ দিন, তবে এবার দিন সংখ্যা তুলনায় বেশি।
Topics
Lok Sabha MPs Congress CPM BJP TMC Administration Kolkata